জুলাই-গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। জবানবন্দিতে তিনি বলেছেন, মহান জুলাই ২০২৪ বিপ্লবে বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম এক ফ্যাসিস্ট শাসকের পতন হয়েছে। এই ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছিল একটি মেটিকুলাস প্ল্যানিংয়ের মাধ্যমে। সেই প্ল্যানিংয়ে বাংলাদেশের রাজনীতিবিদের সঙ্গে একটি বিদেশি শক্তি জড়িত ছিল।তিনি বলেন, ফ্যাসিবাদ অটোমেটিক তৈরী হয় নাই, পরিকল্পিতভাবে করা হয়েছে। এই পরিকল্পনার পেছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনা প্রধান মঈন ইউ আহমেদ সরাসরি জড়িত ছিল। এছাড়া জবানবন্দিতে আওয়ামী দুঃশাসনের পুরো চিত্র তুলে ধরেন মাহমুদুর রহমান। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দি দেন মাহমুদুর রহমান।জবানবন্দিতে তিনি ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর আত্মজীবনীমূলক বইয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, প্রণব মুখার্জী পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ২০০৮ সালে তৎকালীন সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদের সাথে দিল্লীতে...