ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ভরাডুবি হয়েছে। মাত্র এক বছর আগে যে তরুণদের নেতৃত্বে দেশের ছাত্র-জনতা এক হয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল, এক বছরের ব্যবধানে সেই তরুণ নেতাদের একটা বড় অংশ নিজেদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমর্থন পেতে ব্যর্থ হয়েছে। এমন পরিস্থিতিতে সামনে চলে এসেছে বাগছাস এবং তাদের ভ্রাতৃপ্রতিম রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের মধ্যে বিভাজন এবং মতানৈক্যের নানা বিষয়। দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিপর্যয়ের পর বাগছাসে সংস্কার আনার কথা বলছেন এনসিপির নেতারা। তবে কী কী সংস্কার আনা হবে, তা নিয়ে সিদ্ধান্তে আসতে পারেননি তাঁরা। সংস্কার প্রশ্নে নেতাদের মধ্যে রয়েছে মতানৈক্য।এনসিপি ও বাগছাসের একাধিক নেতা জানিয়েছেন, বাগছাসে বিভিন্ন পরিবর্তন আনার বিষয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা চলছে। সংগঠনের নাম পরিবর্তনের কথা ভাবা...