সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এখন ইয়াবা পাচারে জড়িত হয়ে পড়েছে। রাখাইনে তাদের নিয়ন্ত্রণে থাকা সীমান্ত ও সমুদ্রপথ দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশে ঢুকছে, যা দেশের জন্য গুরুতর নিরাপত্তা হুমকি হয়ে উঠছে।সোমবার (১৫ সেপ্টেম্বর) কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।সাম্প্রতিক মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের নতুন পদক্ষেপ নিয়েও তিনি বিস্তারিত তুলে ধরেন।বিজিবি কমান্ডার বলেন, রোহিঙ্গারা ইয়াবার প্রধান পাচারকারী। তারা অত্যন্ত দ্রুতগামী হওয়ায় তাদের ধরা কঠিন। আমাদের দেশের কিছু অসাধু মানুষ নিজেদের স্বার্থে আরাকান আর্মির কাছ থেকে ইয়াবা এনে বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে। এটা দেশের যুবসমাজ ও অর্থনীতির জন্য ভয়াবহ হুমকি।তিনি আরও বলেন, উখিয়া-টেকনাফ সীমান্তে কঠোর নজরদারির কারণে এখন পাচারকারীরা...