আফগানিস্তান আর বাংলাদেশের কাছে প্রথম দুই ম্যাচেই গো হারা হেরেছিল হংকং। সেই দলটার বিপক্ষে টি-টোয়েন্টি এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার ম্যাচ এবারের আসরের প্রথম হাড্ডাহাড্ডি লড়াই উপহার দেবে, তা কে ভেবেছিল বলুন? দিনশেষে হলো সেটাই। হংকং শ্রীলঙ্কার কাছে ম্যাচটা হেরেছে ৪ উইকেটে, ৭ বল বাকি থাকতে।তবে ৬টা ক্যাচ যদি না ফেলত আইসিসি র্যাঙ্কিংয়ের ২৪ নম্বর দলটা, কিংবা গুরুত্বপূর্ণ মুহূর্তে একটা নো বল না করে বসতেন ইয়াসিম মুর্তজা, তাহলে হয়তো দৃশ্যটা অন্যরকমও হতে পারত। সে কারণে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষা নেওয়ার তৃপ্তি নয়, তাদের হারাতে না পারার আফসোস নিয়েই মাঠ ছাড়তে হচ্ছে হংকংকে।প্রথমে ব্যাট করে হংকং তোলে ৪ উইকেটে ১৪৯ রান। অনুশমান রাঠ খেলেন ৪৮ রানের ইনিংস। অন্যপ্রান্তে নিজাকাত খান ৩৮ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। এটি ছিল তাঁর দ্বাদশ...