গণ অধিকার পরিষদ অভিযোগ করেছে, নুরুল হক নুরের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে সরকার প্রতারণামূলক আচরণ করেছে। ফলে তারা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দেয়া সাম্প্রতিক রাজনৈতিক সংলাপ ও সমঝোতার আহ্বান প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে সংগঠনটি।সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজধানীর বিজয়নগর ও পুরানা পল্টন এলাকায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদ। মিছিল থেকে নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ, জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়।মিছিল শেষে সংগঠনের মুখপাত্র ফারুক হাসান বলেন, “সরকার বলেছিল নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে, কিন্তু তারা কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। এটি এক ধরনের প্রতারণা। যেসব হামলাকারী ছিল, তারা এখনও ধরাছোঁয়ার বাইরে। এই প্রতারণামূলক আচরণের জন্য আমরা মুহাম্মদ ইউনূসের দেওয়া ঘোষণা প্রত্যাখ্যান করছি।”তিনি আরও বলেন,...