টাঙ্গাইলের মির্জাপুরে ঘটেছে এক ভয়াবহ ঘটনা, যেখানে এক ২২ বছর বয়সী তরুণী বিয়ের প্রলোভনে দুই দফা ধর্ষণের শিকার হয়েছেন এবং পরবর্তীতে তার গর্ভের ভ্রুণ নষ্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তরুণী গত ২ সেপ্টেম্বর টাঙ্গাইল আদালতে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন, যেখানে প্রধান অভিযুক্ত আরাফাত হোসেনসহ তার পরিবারের সদস্যরাও জড়িত। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালে মির্জাপুরের মো. আরাফাত হোসেনের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। আরাফাত তরুণীর কাছে বিভিন্ন ধর্মীয় পোস্ট ও হাদিস পাঠাতেন, যা তাদের মধ্যে এক ধরনের বিশ্বাসের সম্পর্ক তৈরি করে। একপর্যায়ে তারা সরাসরি দেখা করার সিদ্ধান্ত নেন। আরাফাত তরুণীকে মির্জাপুর শহরের কাকলী মোড়ের গোল্ডেন স্পন হোটেলে দেখা করতে বলেন। সেখানে আরাফাত কৌশলে তরুণীর গোসলের নগ্ন ভিডিও ধারণ করেন, যা পরবর্তীতে ব্ল্যাকমেইলের প্রধান হাতিয়ার হয়ে ওঠে।...