এ অনুষ্ঠানে ১০০ শিশুকে একত্রিত করে একদিনের শেখা, সৃজনশীলতা এবং আনন্দে ভরপুর একটি দিন উপহার দেওয়া হবে।এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রোগ্রামের অংশ হিসেবে প্রতিটি শিশুকে একটি স্টেশনারি কিট প্রদান করা হবে। যার মধ্যে থাকবে একটি ডায়েরি স্টাইলের খাতা, পেন্সিল, রাবার, শার্পনার, স্কেল এবং একটি জিপার পাউচ। যা অনেক শিশুরই প্রয়োজনীয় হলেও প্রায়শই তাদের নাগালের বাইরে থাকে।আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতাফাউন্ডেশনটি জানায়, এই কিটগুলো শিশুদের পড়ালেখা চালিয়ে যাওয়ার এবং কল্পনার জগতে প্রবেশ করার জন্য উৎসাহ ও প্রেরণার প্রতীক।দিনব্যাপী এই ইভেন্টে সংগীত ও চিত্রকলার সৃজনশীল কর্মশালার পাশাপাশি খাবার পরিবেশনের আয়োজনও থাকবে।প্রেভেইল ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, ‘দ্য ফার্স্ট পেইজ’ শুধুমাত্র একটি খাতা দেওয়ার বিষয় নয়, এটি সুযোগের দরজা খোলার প্রতীক। আমরা চাই, প্রতিটি শিশু যেন অনুভব করে-তাদের দেখা হচ্ছে, সমর্থন...