১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ এএম ১৫০ রানের টার্গেট দিয়েও দারুণ লড়াই করল হংকং ।শ্রীলঙ্কা ঘাম ঝরিয়ে জাগিয়েছিল জয়ের আভাসও।তবে শেষে এসে চাপ আর সামলাতে পারেনি অনভিজ্ঞ দেশটি।শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখে ৪ উইকেটে জিতে যায় লঙ্কানরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে হংকং নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে। লড়াইয়ের পুঁজির শুরুটা করেন দুই ওপেনার জিশান আলী ও আনশি রাঠ। গড়েন ৪১ রানের জুটি। জিশান ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন রাঠ। ধীরগতিতে খেলে ব্যাটিংকে গুছিয়ে দেন তিনি। অন্য প্রান্তে এসে ঝড় তোলেন নিযাকাত খান। দু'জনে মিলে ৪৩ বলে যোগ করেন ৬১ রান। ৪৮ রানে থেমে যান রাঠ, তবে নিযাকাত অপরাজিত থাকেন ৫২ রানে। ৩৮ বলে ৪টি চার ও ২টি...