বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়ালে তা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনিসুল হক।সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাগলী বাজারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।আনিসুল হক বলেন, ‘এলাকায় কেউ চাঁদাবাজির চেষ্টা করলে সবাই মিলে প্রতিহত করব। জনদুর্ভোগ সৃষ্টি বা শান্তি বিনষ্টকারী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের নেতৃত্ব দিয়েছেন আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর নেতৃত্বে ক্ষমতায় এলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ অবকাঠামো খাতে উন্নয়ন ঘটবে এবং ব্যবসা-বাণিজ্যের গতি বাড়বে।’আনিসুল হক বলেন, ‘তারেক রহমান জনতার নেতা। তিনি নির্দেশ দিয়েছেন—জনগণের পাশে থাকতে হবে, কারো প্রতি অবিচার নয়, সবাইকে...