রাজধানীর মিরপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উদ্ধারকৃত জমি দখলকে কেন্দ্র করে ফাঁকা গুলি ও হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১২ টায় মিরপুর ১২ নম্বর (৯নম্বর সেকশন বাউনিয়া মৌজা) স্বপ্ন নগর আবাসিক এলাকার পাশে অবস্থিত জাতীয় গৃহায়নের (২.০১ একর) জমিতে ৪০/৫০ জন লোক হেলমেট পরিহিত অবস্থায় এসে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে তাণ্ডব চালিয়েছে। এতে আশপাশে আতঙ্ক চড়িয়ে পড়লে লোকজন দিগ্বিদিগ ছোটাছুটি করেন। এ সময় সন্ত্রাসীদের হামলায় কয়েকজন আনসার সদস্য ও জাতীয় গৃহায়নের কর্মকর্তা কর্মচারীরা আহত হন। দুপুর দেড়টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে ৩ সন্ত্রাসীকে আটক করে।পুলিশ ও জাতীয় গৃহায়ন সূত্রে জানা গেছে, জাতীয় গৃহায়নের অধিগৃহণকৃত ঢাকা জেলার বাউনিয়া মৌজার সিএস ৩১২৮ দাগের ২.০১ একর জমি দীর্ঘদিন বেসরকারি আবাসন কোম্পনি সহ প্রভাবশালীদের দখলে ছিলো। আবাসন ব্যবসায়ীদের দখলে থাকা জাতীয় গৃহায়নের...