বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী নিজেকে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট পরিচয়ে ঢাকায় আসেন। তিনি সরকারের পতন ও তত্ত্বাবধায়ক সরকার গঠনের “মিশনে” এসেছেন বলে দাবি করেছেন—এমনটাই উঠে এসেছে পুলিশের জিজ্ঞাসাবাদে। চাঞ্চল্যকর তথ্য হলো, ঢাকায় নামার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান পুলিশের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা। তাঁকে দেওয়া হয় একটি প্রাডো গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১৭-১১৩৮) এবং রাখা হয় পাঁচ তারকা হোটেলে। গত শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে মিন্টো রোডের মন্ত্রিপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাঁকে আটক করে পুলিশ। জব্দ করা হয় দুটি আইফোন, যাতে সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক তথ্য পাওয়া গেছে বলে দাবি করছে পুলিশ। তাঁর মোবাইল বিশ্লেষণ ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ। সোমবার আদালত তাঁর দুই দিনের রিমান্ড...