সরেজমিনে জানা গেছে, ১৯৯৫ সালে আক্কেলপুর পৌর এলাকার চক্রপাড়াসহ উপজেলার কয়েকটি গ্রামে স্থানীয় কিছু মহাজন ভারত থেকে পাথর আমদানি করে হাতুড়ি ও ছেনি দিয়ে শিলপাটা তৈরি শুরু করেন, যা সারা দেশে ট্রাকযোগে সরবরাহ করা হতো। আর বেশি টাকার আশায় এ কাজে যুক্ত হন হতদরিদ্র শত শত মানুষ। অসুস্থ শ্রমিক ও তাদের পরিবার জানায়, হাতুড়ি ও ছেনি দিয়ে পাথর খোদাই করার সময় নাক, মুখ ও লোমকূপ দিয়ে পাথরের কণা এবং ধুলা শরীরে প্রবেশ করে। এর কয়েক মাস পর থেকে ফুসফুসের সমস্যাসহ শরীরে বাসা বাঁধে নানা রোগ। শুধু চক্রপাড়া গ্রামেই এ কাজ করে আক্রান্ত হয়ে মারা গেছেন অর্ধশতাধিক মানুষ। আর উপজেলা জুড়ে এই মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন শতাধিক মানুষ। বর্তমানে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে এ কাজ বন্ধ হয়েছে। তবে নানা রোগ নিয়ে এখনো...