ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের হাত থেকে জিম্মিদের ফেরানো এবং শান্তিচুক্তিতে পৌঁছার পথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘একমাত্র বাধা’ বলে অভিযোগ করেছে ইসরায়েলি জিম্মিদের পরিবারগুলো। জিম্মিদের ঘরে ফেরাতে সোচ্চার স্বেচ্ছাসেবী সংগঠন ‘হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম’ সংগঠনটি সামাজিক মাধ্যমে লিখেছে, গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলা থেকে এটাই প্রতীয়মান হয় যে, প্রতিবার যখনই একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়, নেতানিয়াহু তখনই সেটি বানচাল করে দেন। গত শনিবার নেতানিয়াহু বলেন, কাতারে হামাস নেতাদের নির্মূল করা গেলে জিম্মিদের মুক্তি ও যুদ্ধের অবসানে প্রধান বাধা দূর হবে। হামাস যুদ্ধবিরতির সব চেষ্টা ভেস্তে দিয়ে গাজা যুদ্ধ আরও দীর্ঘায়িত করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে কাতারে হামলার বিষয়ে নেতানিয়াহুর ব্যাখ্যা ভালোভাবে নেননি জিম্মিদের স্বজনরা। তারা বলেছেন, জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। এই ব্যর্থতা ঢাকতে নতুন...