যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বাধীন মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে ফলপ্রসূ বৈঠকে মিলিত হয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ)। গতকাল সোমবার গুলশানে চিফ অব মিশন রেসিডেন্সে এ গুরুত্বপূর্ণ সভার আয়োজন করে ঢাকার মার্কিন দূতাবাস। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও পাল্টা শুল্ক নিয়ে আলোচনা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানিয়েছে, আলোচনায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করে এবং যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের পণ্য আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমিয়ে বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক হার আরও কমানোর বিষয়ে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি রেজওয়ান সেলিম, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক আবদুস সালাম এবং বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন এফটিএ অ্যান্ড পিটিএ-এর চেয়ারম্যান, লুৎফে এম আইয়ুব। বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের অন্য দুই সদস্য ছাড়াও...