ডাকসুতে আমাদের ভরাডুবি হয়েছে-এটা বলা যাবে না * অন্তর্বর্তী সরকারকেই নির্বাচন আয়োজনে সফলতা দেখাতে হবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন সরকারের কোনো অংশ না হয়েও অন্তর্বর্তী সরকারের বেশ কিছু ব্যর্থতার দায়ভার তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া এনসিপির বিরুদ্ধে নির্বাচন আয়োজনে বাধা দেওয়ার যে অভিযোগ তোলা হয়, সেটাও সঠিক নয়। সোমবার যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন, দলীয় নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ও বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে যুগপৎ আন্দোলন ও নির্বাচনি জোটসহ বেশকিছু সাম্প্রতিক প্রসঙ্গ নিয়ে তিনি খোলামেলা কথা বলেছেন। হাসনাত আবদুল্লাহ বলেন, তার দল সব সময় নির্বাচনের পক্ষে। প্রয়োজনে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে। কিন্তু নির্বাচন তারাই পিছাতে চায় যারা জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়াটাকে...