এদিকে মশা নিয়ন্ত্রণে সেই আগের মতো সিটি করপোরেশনগুলোর দায়িত্বহীনতা ও ব্যর্থতার বিষয়টি সামনে আসছে। যদিও নাগরিক সেবার সরকারি এ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের দাবি, তারা তাদের দায়িত্ব পালনে বেশ সক্রিয়। স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান যুগান্তরকে বলেন, সারা দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় নিয়মিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতেও নানারকম কর্মসূচি পরিচালিত হচ্ছে। সূত্রমতে, ২০০০ সালে বাংলাদেশে প্রথম চিহ্নিত হয় এডিস মশা। এরপর গত ২৫ বছরে ধাপে ধাপে এর সংক্রমণ বেড়েছে। সরকারের কার্যকর উদ্যোগ না থাকায় মশাবাহিত এই ভাইরাস ছড়িয়ে পড়েছে সারা দেশে। প্রতিবছর আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ এবং শত শত মানুষের জীবন কেড়ে নিচ্ছে এডিস মশা। তবুও এডিস নিয়ন্ত্রণে সরকারের কার্যকর উদ্যোগ নেই। স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তর বিভাগ ও...