বাংলাদেশের জন্য ম্যাচটি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার লড়াই হতে পারত। অথচ লিটন দাসদের এখন টিকে থাকার যুদ্ধে নামতে হচ্ছে। এশিয়া কাপ অভিযান গ্রুপপর্বেই শেষ হওয়ার শঙ্কা। বাংলাদেশের লক্ষ্য ছিল এবার শিরোপা জেতা! সেখানে শ্রীলংকার বিপক্ষে হারের পর সুপার ফোরের সমীকরণই কঠিন হয়ে গেছে। আবুধাবিতে আজ আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। জিতলেও অপেক্ষা করতে হবে। আর হারলে বাংলাদেশের বিদায় কার্যত নিশ্চিত হয়ে যাবে। কঠিন সময়ে বহুবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়ে উড়তে থাকা আফগানিস্তানের বিপক্ষে সেরাটা দিয়ে ঘুরে দাঁড়াতে প্রস্তুত টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এশিয়া কাপে যাওয়ার আগে ওপেনিং জুটি নিয়ে ছিল বাংলাদেশের স্বস্তি। হংকংকে হারিয়ে অভিযান শুরুর পর। শ্রীলংকার বিপক্ষে সেই ওপেনিং জুটিই ডুবিয়েছে দলকে। শীর্ষ পাঁচ...