নেপালে আবারও বিক্ষোভে নেমেছে সুদান গুরুংয়ের নেতৃত্বাধীন জেন-জি গ্রুপের একাংশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানী কাঠমান্ডুর বালুওয়াতারে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে তারা সমাবেশ করে। বিক্ষোভকারীদের দাবি, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি পদত্যাগ।স্থানীয় ডিজিটাল ম্যাগাজিন সেতোপতি’র বরাত দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, মন্ত্রিসভা সম্প্রসারণে জেন-জির সঙ্গে পরামর্শ করা হয়নি। বিশেষ করে ওম প্রকাশ আরিয়ালকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার বিরোধিতা করে আসছিল গুরুংয়ের দল।বিক্ষোভকারীরা স্লোগানে প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানায়। সুদান গুরুং সতর্ক করে বলেন, ‘আমাদের উদ্বেগ উপেক্ষা করা হলে আমরা সবাইকে ছুড়ে ফেলব। বর্তমান সরকারকে ক্ষমতায় এনেছে জেন-জি। আমরা যদি আবার রাস্তায় নামি, কেউ আমাদের থামাতে পারবে না।’আরিয়ালকে ঘিরে ক্ষোভ প্রকাশ করে গুরুং বলেন, ‘ওম প্রকাশ আরিয়াল আইনজীবী হয়েও ভেতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন।’বার্তাবাজার/এমএইচ নেপালে আবারও বিক্ষোভে নেমেছে সুদান গুরুংয়ের নেতৃত্বাধীন জেন-জি গ্রুপের একাংশ।...