বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেছেন, স্বাস্থ্য সেবা বিগত সময় ধ্বংসের পথে চলে গিয়েছে এখন বিএনপি সরকার ক্ষমতায় আসলে পুনরায় এগিয়ে নিয়ে যাবে ও আরও উন্নত হবে।সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ৩১ শয্যার হাসপাতালে অডিটোরিয়ামে এক সভায় তিনি এ কথা বলেন।তিনি বলেন, ‘বিএনপি যদি জয়লাভ করে তাহলে আওয়ামী লীগ এবং তার সঙ্গে যারা ঘনিষ্ঠ ভূমিকা পালন করেছে তারা ক্ষতিগ্রস্ত হবে। এর সঙ্গে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। গণতন্ত্রের উত্তরণ হলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা পাবে এবং হাসিনার বিচার আরও বেশি ত্বরান্বিত হবে। বিদেশে যে টাকা পাচার করা হয়েছে তা ফিরিয়ে আনা সম্ভব হবে। এ ভূমিকাগুলো একমাত্র পালন করতে পারে নির্বাচিত সরকার।’তিনি বলেন, ‘হাসিনাতন্ত্রের’ পতন হয়েছে এক বছরের অধিক কাল আগে। কিন্তু প্রত্যাশিত গণতন্ত্রের...