পৃথিবীর প্রাচীনতম সপ্তাশ্চর্যের ভাগ্যে কী ঘটেছিল, তাদের মাধ্যমে আমরা প্রাচীন পৃথিবী সম্পর্কে কী জানতে পারি এবং এই সপ্তাশ্চর্যের ধারণার উৎস কোথায়, তা নিয়ে লিখেছেন অনিন্দ্য নাহার হাবীব যখন আমরা পৃথিবীর সপ্তাশ্চর্যের কথা বলি, তখন অনেকের মনে প্রথমেই হয়তো পেত্রা, উত্তর গোলার্ধের মেরুজ্যোতি, বা চীনের মহাপ্রাচীরের মতো আধুনিক সপ্তাশ্চর্যের কথা আসে। আর এই ভাবনাটা সঠিক, কারণ এগুলোকেও সপ্তাশ্চর্যের মর্যাদা দেওয়া হয়। কিন্তু মূল যে সপ্তাশ্চর্যের তালিকা, তা ছিল সম্পূর্ণ ভিন্ন। সেই তালিকায় ছিল ভূমধ্যসাগরীয় অঞ্চলের সাতটি প্রাচীন স্থাপনা। এগুলোকেই প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্য বলা হয়। দুর্ভাগ্যবশত, এই সাতটির মধ্যে একটি ছাড়া বাকি সব কিছুই কালের গর্ভে বিলীন হয়ে গেছে। কোনোটা ধ্বংস হয়েছে প্রাকৃতিক দুর্যোগে, আবার কোনোটা মানুষের হাতে। প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্যের ধারণাটি প্রাচীন গ্রিসে শুরু হয়েছিল। হেরোডোটাস (যাকে ইতিহাসের জনক বলা হয়)...