চলতি বছরের আগস্টে দুর্নীতি দমন কমিশন (দুদক) মোট ৪৯টি মামলা করেছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৩১১ জনকে। একই সঙ্গে, ২৮টি মামলার তদন্ত শেষে ১১১ জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিটও জমা দেওয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগস্ট মাসে নতুন করে ১১২টি অভিযোগ অনুসন্ধানের অনুমোদন দিয়েছে কমিশন। এছাড়া ওই মাসে ৫১ জনকে সম্পদ বিবরণী জমা দেওয়ার আদেশ অনুমোদন...