সাগরপথে মিয়ানমারে পণ্য পাচারকালে ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে আইএসপিআর এ তথ্য জানিয়েছে। নৌবাহিনী জানিয়েছে, সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের জলসীমায় সন্দেহজনকভাবে চলাচল করছিল একটি কাঠের নৌকা। নৌবাহিনীর জাহাজটিকে কাছে আসতে দেখেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এ সময় ‘এফবি আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী-১’ নামের ওই নৌকা থেকে ১১ পাচারকারীসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের মধ্যে ছিল ১৫ হাজার কেজি আলু, ৭৫০ কেজি রসুন, ২ হাজার ৫০০ কেজি ময়দা, ২ হাজার ৫০০ মসুর ডাল, সাড়ে ১৪ হাজার পিস কোমল পানীয় (টাইগার/স্পিড), ৬০০ পিস গ্যাস লাইটার, ৮০০ পিস শেভিং ব্লেড, তিনটি মোবাইল...