দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বে ফেভারিট শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল হংকং। অপ্রত্যাশিতভাবেই দুর্বল দলটি দুর্দান্ত লড়াই করেছে।শেষ হাসি অবশ্য হেসেছে লঙ্কানরা, ৭ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পেয়েছে তারা। হংকংয়ের দেওয়া ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেই চাপে পড়ে শ্রীলঙ্কা। কুশাল মেন্ডিস অল্পতেই বিদায় নেন। এক প্রান্তে লড়ে যান ওপেনার পাথুম নিশাঙ্কা। তবে অপর প্রান্তে দেখা যায় উইকেট পতনের মিছিল। একে একে ফিরতে থাকেন কামিল মিশারা (১৯), কুশাল পেরেরা (২০), চারিথ আসালাঙ্কা (২), কামিন্দু মেন্ডিস (৫)। তবে নিশাঙ্কার ব্যাটে আসে স্বস্তির শ্বাস। তার ৪৪ বলে ৬৮ রানের দাপুটে ইনিংস জয়ের ভিত গড়ে দেয় লঙ্কানদের। শেষদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গার মাত্র ৯ বলে অপরাজিত ২০ রানের ক্যামিও ম্যাচটিকে নিয়ে যায় লঙ্কানদের দিকে, জয় আসে ১৮.৫ ওভারে। এর আগে টস হেরে...