গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুলহক নুরসহ নেতাকর্মীদের ওপর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্বরোচিত হামলায় জড়িতদের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল শুরু করে পল্টন মোড় ঘুরে কার্যালয়ের সামনে এসে শেষ হয়।গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, ‘সরকার ভিপি নুরুল হক নুরের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি, বরং সরকার গড়িমসি করে একপ্রকারের প্রতারণা করেছে। যারা হামলাকারী তারা এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাহিরে। সরকারের এই প্রতারণামূলক আচরের জন্য আমরা ড. মোহাম্মদ ইউনূসের দেওয়া ঘোষণা প্রত্যাখ্যান করেছি। আমরা দলীয় ও পারিবারিকভাবেই নুরুল হক নুরকে বিদেশে নিয়ে চিকিৎসা করাব। ইতোমধ্যে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, সরকার এই সময়ের মধ্যে দৃশ্যমান অ্যাকশন...