রাজধানীর মিরপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উদ্ধার করা জমি দখলকে কেন্দ্র করে হামলা ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর ১২ নম্বরের স্বপ্ননগর আবাসিক এলাকা সংলগ্ন জাতীয় গৃহায়নের জমিতে এ ঘটনা ঘটে। পুলিশ ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, প্রায় ৪০-৫০ জন হেলমেট পরিহিত লোক হঠাৎ তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে এলাকাজুড়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু হয়। এ সময় হামলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যসহ অন্তত চারজন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। জাতীয় গৃহায়ন সূত্রে জানা গেছে, ঢাকা জেলার বাউনিয়া মৌজার সিএস ৩১২৮ দাগের ২.০১ একর জমি দীর্ঘদিন বেসরকারি আবাসন কোম্পানিসহ প্রভাবশালীদের দখলে ছিল। ওই জমিতে বহুতল ভবন নির্মাণ ও ফ্ল্যাট বিক্রির প্রস্তুতি চলছিল। গত ৩১...