তিনবার জীবন পেয়ে ৬৮ রানের ইনিংস খেললেন পাথুম নিসাঙ্কা। শেষের গুরুত্বপূর্ণ সময়ে ফ্রি হিটে ছক্কা মারলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। শঙ্কা কাটিয়ে হংকংয়ের বিপক্ষে জয় পেল শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের ম্যাচে সোমবার ৪ উইকেটে জিতেছে চারিথ আসালাঙ্কার দল। হংকংয়ের ১৪৯ রান তারা পেরিয়ে গেছে ৭ বল বাকি থাকতে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে হংকং। ব্যাটের ভেতর ও বাইরের কানায় লেগে বাউন্ডারি পান জিশান আলি। আরেক ওপেনার আনশুমান রাথ এগোন সাবধানী ব্যাটিংয়ে। পঞ্চম ওভারে জিশানকে ফিরিয়ে ৪১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন দুশমান্থা চামিরা। অধিনায়ক বাবর হায়াতকে দ্রুত ফেরান লেগ স্পিনার হাসারাঙ্গা। তৃতীয় উইকেটে ৪৩ বলে ৬১ রানের জুটিতে হংকংকে টানেন রাথ ও নিজাকাত খান। ৪৬ বলে চারটি চারে ৪৮ রানের মন্থর ইনিংস খেলা রাথকে ফিরিয়ে জুটি ভাঙেন...