ফুটবলে হোম ও অ্যাওয়ে ফরম্যাটের সঙ্গে অভ্যস্ত ক্রীড়া বিশ্ব। এবার তার মতো করে স্কুল হ্যান্ডবলেও চালু হচ্ছে এই ধারা। আগামী ১৮ সেপ্টেম্বর পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে পোলার আইসক্রিম ২৯তম স্কুল হ্যান্ডবলের প্লেট পর্ব। এরপর ২৩ সেপ্টেম্বর শুরু হবে কাপ পর্ব। প্লেট পর্বে বালক বিভাগে ১৬টি এবং বালিকা বিভাগে ১০টি স্কুল দল অংশগ্রহণ করবে। বালক ও বালিকা উভয় বিভাগে গ্রুপপর্ব শেষে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই পর্বেও প্রথম থেকে সপ্তম স্থান অর্জনকারী দলগুলোর সঙ্গে গত স্কুল প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলগুলোসহ ১০ দল দুই গ্রুপে বিভক্ত হয়ে লিগ পদ্ধতিতে খেলবে। লিগ শেষে ক্রস পদ্ধতিতে সেমিফাইনাল, তৃতীয়/চতুর্থ স্থান ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। কাপ পর্ব থেকে...