এশিয়া কাপে দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় হাত মেলাননি দুই দলের অধিনায়ক। ম্যাচ যখন শেষ হয়, ক্রিজে ছিলেন সূর্যকুমার যাদব ও শিবম দুবে। খেলা শেষে তারা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত না মিলিয়েই সাজঘরে যান। প্রতিবাদে পাকিস্তানের অধিনায়ক ছিলেন না পুরস্কার বিতরণের সময়। ম্যাচের ফল ছাপিয়ে খেলোয়াড়দের হ্যান্ডশেক বা হাত না মেলানোর ঘটনাই এখন বড় ইস্যু হয়ে উঠেছে। খেলার শুরু ও শেষে হাত না মেলানোর পেছনে কারণটা রাজনৈতিক, তা বলাই যায়। আরও স্পষ্ট করে বললে, পেহেলগামে জঙ্গি হামলা এবং পরে অপারেশন সিঁদুরের পর এই প্রথম মুখোমুখি হয়েছিল দুই দল। পুরস্কার বিতরণের সময় পেহেলগামে নিহতদের পরিবারের পাশে থাকার কথাও বলেছেন সূর্যকুমাররা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। জানান, পাকিস্তানিদের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন...