১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম এশিয়া কাপ মিশনে যাবার আগে শিরোপার স্বপ্ন দেখিয়েই উড়ানে চেপেছিল বাংলাদেশ দল। সে লক্ষ্যে দুর্বল হংকংয়ের বিপক্ষে প্রত্যাশিত জয়ে শুরুটাও করেছিল আশা জাগানিয়া। তবে ‘বি’ গ্রুপের ম্যাচে নিজেদের পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লিটন কুমার দাসদের অসহায় আত্মসমর্পণ সেই আশার আলো প্রায় নিভু নিভু। মাত্র ১৩৯ রান তুলেই তারা হেরে যায় ৬ উইকেটে, ম্যাচ শেষ হয় ১৪.৪ ওভারে। এখন সুপার ফোরে ওঠার আশা জটিল সমীকরণে দাঁড়িয়ে আছে, অনিশ্চয়তায় ঝুলছে ফিল সিমন্স শিষ্যদের ভাগ্য।‘এ’ গ্রুটে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান-ভারত থাকলেও এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপটিকে শুরু থেকেই বলা হচ্ছিল ডেথ গ্রুপ। কারণটাও অনুমেয়। এই গ্রুপে আছে তিন টেস্ট খেলুড়ে দল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আইসিসির সহযোগী দেশ হংকং গ্রুপের চতুর্থ দল।...