১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম আগের ম্যাচে পয়েন্ট হারানোর পর দাপুটে জয় তুলে নিলো বার্সেলোনা। রোববার ঘরের মাঠে লা লিগায় নিজেদের চতুর্থ ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৬-০ গোলে বিধস্ত করলো হ্যান্সি ফ্লিকের দল। জোড়া গোল করেছেন ফার্মিন লোপেজ, রাফিনহা আর লেভানডস্কি। ছয় গোলের পাঁচটিই এসেছে দ্বিতীয়ার্ধে। শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম দুই ম্যাচে জয়ের পর আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে রায়ো ভাইয়েকানোর সঙ্গে ড্র করেছিল বার্সেলোনা। আসরে প্রথম তিন ম্যাচ প্রতিপক্ষের মাঠে খেলার পর এই প্রথম ঘরের মাঠে খেলল বার্সেলোনা। প্রাথমিকভাবে ম্যাচটি খেলার কথা ছিল ন্যু ক্যাম্পে। কিন্তু দুই বছর ধরে সংস্কার চলমান এই স্টেডিয়াম যথাসময়ে প্রস্তুত না হওয়ায় পরিকল্পনা বদলাতে হয় কাতালান দলটিকে। চোটের কারণে এই ম্যাচে মাঠে নামেননি লামিনে ইয়ামাল। চার ম্যাচে ১০ পয়েন্ট...