১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ এএম রোববার রাজধানীতে সারাদিন ধরে বৃষ্টি হয়। কখনো গুঁড়ি, গুঁড়ি, কখনো বা মাঝারি আকারে। আবহাওয়া অধিদফতরের ভাষ্যমতে, ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়। ওই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট ডুবে যায়। পানিবদ্ধতা এমন আকার নেয় যে, রাস্তাঘাট নদী বলে ভ্রম হয়। মিরপুর এলাকার ছবি পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, যাতে মনে হয়, রাস্তায় নৌকাও দিব্বি চলতে পারে। এর আগে এয়ারপোর্ট রোডের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কেও পানি জমে থাকতে দেখা গেছে। দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকার যানবাহনের প্রবেশ-সড়ক এয়ারপোর্ট রোড। এই সড়কে যদি পানি জমে থাকে এবং যানজটের সৃষ্টি হয়, তাহলে আর কোন সড়ক নিরাপদ থাকবে পানিবদ্ধতা ও যানজট থেকে। রোববার সারাদিন একদিকে পানিবদ্ধতা অন্যদিকে ভয়াবহ যানজট রাজধানীকে সম্পূর্ণ অচল করে...