১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম খেলাধুলায় দুই দলের বা দুই পক্ষের হাত মেলানো শুধু তো আর আনুষ্ঠানিকতা নয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও এটি পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক। ক্রিকেটে টসের সময় দুই অধিনায়ক সাধারণত হাত মেলান। ফল যা-ই হোক, দুই দলের খেলোয়াড়েরা হাত মিলিয়েই খেলার ইতি টানেন। কিন্তু দুবাইয়ে গত পরশুরাতে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপের পর্বের ম্যাচে ভারত সেই রীতি মানেনি। সালমান-ফখর-আফ্রিদিদের সঙ্গে করমর্দন দূরে থাক; তাঁদের কেউ যেন দেখা করতে না পারেন, সে জন্য ড্রেসিংরুমে ফিরেই দরজা বন্ধ করে দেয় সূর্যকুমার যাদবের দল। পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, এমনকি ভারতের ড্রেসিংরুমের বাইরে দাঁড়িয়ে থাকা পাকিস্তানিদের সঙ্গে দেখা করতেও বের হননি কেউ। ভারতীয়দের এই সিদ্ধান্ত পাকিস্তানিদের অসম্মান করার পাশাপাশি দুই দেশের মধ্যে নতুন করে বিভেদের...