মাঙ্গোশি ভেবেছিল সে জঙ্গলের ভেতরে হাঁটছে। কিন্তু সে হাঁটছিল শুকনো, কুঁজো ডালপালাওয়ালা গাছের মধ্যে দিয়ে। চারপাশের জমি পোড়া, গাছ পড়ে আছে, আর বহুদূর পর্যন্ত কোথাও কোনো ঝোপঝাড় নেই। প্রথমে সে অবাক হয়ে তাকিয়ে রইল, শুকনো জমি, লতাপাতার ছাই, ফাটা মাটি। অনেক গাছ উপড়ে গেছে, অনেক আবার কেটে ফেলা হয়েছে। তাদের ভাঙা গুঁড়ি ছড়িয়ে আছে ডালপালার জাঁকজমক নিয়ে, কিন্তু সবই ভাঙাচোরা, ফাটা মাটির ওপর। এখানে কী হয়েছে? মাঙ্গোশি মনে মনে বললো। তার কাছে একেবারেই অবিশ্বাস্য লাগল, এটাই কি সেই জঙ্গল, যেখানে সে গত বছর ঘুরে বেড়িয়েছিল? চারপাশ দেখে তার মন ভার হয়ে গেল, কষ্ট আর দুঃখে ভরে উঠল। তারপর হঠাৎ ভয়ঙ্কর এক অনুভূতি তাকে গ্রাস করল। সে কি দেরি করে ফেলেছে! বুঝতে পারল, বন যদি আর আগের মতো না থাকে, তবে...