ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে প্যারিস-লা বোর্জের প্রদর্শনী কেন্দ্রে সোমবার (১৫ সেপ্টেম্বর) শুরু হলো টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস ২০২৫ আন্তর্জাতিক বস্ত্রমেলা। তিন দিনব্যাপী এ আয়োজন ঘিরে ইতোমধ্যেই বিশ্বব্যাপী বস্ত্রশিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভিড় জমেছে। আন্তর্জাতিক এ প্রদর্শনীতে ৩০টিরও বেশি দেশের প্রায় ১ হাজার ৩০০ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মূলত কাপড়, পোশাক, চামড়াজাত পণ্য ও উন্নত টেক্সটাইল প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে মেলাটিতে। চীন, ভারত, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও হংকংসহ বিশ্বের প্রধান টেক্সটাইল উৎপাদনকারী দেশগুলোর অংশগ্রহণ রয়েছে এবারে। পাশাপাশি বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলোকেও দেখা যাবে। বাংলাদেশ থেকে সরকারি উদ্যোগে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মাধ্যমে ছয়টি ও বেসরকারি উদ্যোগে ১৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে, মোট ১৯টি। এবারের মেলার বিশেষ আকর্ষণ হলো...