ব্যাটিং-বোলিং দুই ইনিংসেই একই ঘটনার পুনরাবৃত্তি করল হংকং। ভালো শুরুর পরও সেটা ধরে রাখতে পারল না তারা। বিপরীতে শুরুর ধাক্কা সামলে সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচে ফিরেছে শ্রীলঙ্কা। এরপর অভিজ্ঞতার ঝুলি খুলে হংকংকে চেপে ধরেছে। ফলাফল হিসেবে জয়ও ধরা দিয়েছে। টানা দ্বিতীয় জয়ে ‘বি’ গ্রুপের সুপার ফোরের লড়াই জমিয়ে দিল শ্রীলঙ্কা। সোমবার (১৫ সেপ্টেম্বর) আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রানের পুঁজি দাঁড় করায় হংকং। জবাব দিতে নেমে ১৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা। জয় পায় ৪ উইকেটে। রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। দেখেশুনে শুরু করলেও ইনিংস বড় করতে পারেনি কুশাল মেন্ডিস। ১৪ বলে ১১ রান করে ফেরেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন লঙ্কানরা। তবে সেটিও খুব বেশি...