নতুন মার্কিন শুল্কের ভিত্তিতে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে ঢাকায় আসা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের (ইউএসটিআর) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি—বিজিএমইএ। সোমবার এক বিজ্ঞপ্তিতে বিজিএমইএ বলেছে, ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে তাদের ‘ফলপ্রসূ’ বৈঠক হয়েছে। ঢাকায় মার্কিন দূতাবাসের ‘চিফ অব মিশন রেসিডেন্সে’ এ বৈঠক হয়। এতে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন ও লেবার অ্যাটাশে লীনা খান উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, "প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ থেকে রপ্তানির ওপর গড় এমএফএন (মোস্ট ফেবারড নেশন) শুল্ক ১৬ দশমিক ৫ শতাংশ। এর সঙ্গে ২০ শতাংশ পাল্টা শুল্ক মিলিয়ে মোট শুল্কের পরিমান প্রায় ৩৬ দশমিক ৫ শতাংশ, যা বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।‘’ যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির ধারা অব্যাহত রাখতে...