নারী ফুটবলে রাঙ্গামাটি জেলার অবদান অপরিসীম। এখান থেকেই উঠে এসে দক্ষিণ এশিয়ার সেরা হয়েছেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমারা। অথচ জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলবে না রাঙ্গামাটি। আঞ্চলিক পর্বে সেরা হওয়ার পরও তাদের না খেলার অন্যতম কারণ, সেই জেলায় চলমান আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট ও রাঙ্গামাটি ফুটবল অ্যাসোসিয়েশনের আর্থিক সংকট। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় এ আসরটি ধরা হয় প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার মঞ্চ হিসেবে। সোমবার চূড়ান্ত পর্ব নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রাঙ্গামাটির না খেলার বিষয়টি সেখানেই জানান বাফুফের মহিলা ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ। শুধু রাঙ্গামাটি নয়, এই অঞ্চলে রানার্সআপ হওয়া কক্সবাজারও মূল পর্বে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। তাই ওই অঞ্চলের তৃতীয় খাগড়াছড়িকে দেওয়া হয়েছে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ। রাঙ্গামাটির না খেলার প্রসঙ্গে মাহফুজা আক্তার...