ফিফা উইন্ডোর বিরতিতে যাওয়ার আগে পয়েন্ট হারিয়েছিল বার্সেলোনা। তার ওপর চোটের কারণে এই ম্যাচে ছিলেন না লামিন ইয়ামাল। তবে মাঠের খেলায় ইয়ামালের না থাকার প্রভাব পড়তে দেননি বাকিরা। বার্সেলোনা ৬-০-তে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। বড় জয়ে রবার্ট লেভানডফস্কি, রাফিনহা ও ফেরমিন লোপেজ দুটি করে গোল করেছেন। রাফিনহা ও লেভা জোড়া গোল করেছেন বদলি নেমে, যা লা লিগায় এর আগে কখনো দেখা যায়নি। লা লিগার ইতিহাসে এবারই প্রথম একই দলের দুই বদলি খেলোয়াড় এক ম্যাচে দুটি করে গোল করেছেন। আসরে প্রথম তিন ম্যাচ প্রতিপক্ষের মাঠে খেলার পর এবার ঘরের মাঠে খেলল বার্সেলোনা। ম্যাচটি খেলার কথা ছিল কাম্প ন্যুতে। কিন্তু দুই বছর ধরে সংস্কার চলমান এই স্টেডিয়াম যথাসময়ে প্রস্তুত না হওয়ায় পরিকল্পনা বদলাতে হয় কাতালান দলটিকে। বার্সেলোনা খেলে মাত্র ছয় হাজার দর্শক ধারণ ক্ষমতার...