মানুষের জীবনে প্রতিযোগিতা এক চিরন্তন সত্য। কেউ প্রতিযোগিতা করে ধন-সম্পদ অর্জনে, কেউ আবার সুনাম-খ্যাতি কিংবা ভোগ-বিলাসের পেছনে। ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় প্রতিযোগিতা হলো আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইবাদতে এগিয়ে যাওয়া। কোরআনে বলা হয়েছে, ‘তোমরা নেক কাজে প্রতিযোগিতা করো।’ (সুরা বাকারা ১৪৮) এই প্রতিযোগিতার সবচেয়ে সুন্দর দৃশ্য ফুটে উঠেছিল নববী যুগে। সাহাবায়ে কেরাম নামাজ-রোজা, দান-সাদকা, জিকির-আজকার ও জিহাদের ময়দানে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় মত্ত ছিলেন। ধনী সাহাবিরা দান-সদকায় অগ্রসর হলে দরিদ্র সাহাবিরা পিছিয়ে থাকতে চাননি। তারা খুঁজেছেন বিকল্প পথ। এভাবেই তাদের অন্তরে সওয়াবের প্রতিযোগিতা ছিল সবসময় তীব্র ও আন্তরিক। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা দরিদ্র মুহাজিররা রাসুলুল্লাহ (সা.)-এর কাছে উপস্থিত হয়ে বললেন, ধনী লোকেরা উচ্চমর্যাদা ও নেয়ামত নিয়ে গেলেন। তিনি বললেন, তা কেমন করে? তারা বললেন, তারা...