ক্রিকেটকে যদি নাটক বলা হয়, তবে হংকং বনাম শ্রীলঙ্কার ম্যাচটি ছিল সেই নাটকের রোমাঞ্চকর এক পর্ব। যেখানে বারবার বদলেছে ম্যাচের চিত্র, আর শেষ হাসি হেসেছে লঙ্কানরা। নিশ্চিত হারের মুখ থেকে ৪ উইকেটের জয় তুলে নিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাট হাতে হংকংকে দারুণ সূচনা এনে দেন ওপেনার জিশান আলি ও আনশুমান রাথ। পাওয়ার প্লের সুযোগ কাজে লাগিয়ে দ্রুত রান তুলতে থাকেন তারা। তবে ৪১ রানের মাথায় লঙ্কান পেসার দুষ্মন্ত চামিরা জিশানকে (১৭ বলে ২৩) ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন। এরপর বাবর হায়াত মাত্র ৪ রান করে হাসারাঙ্গার শিকার হন। কিন্তু আনশুমান রাথ ও নিজাকাত খানের জুটিতে ইনিংস নতুন গতি পায় হংকং। তারা ৪৩ বলে যোগ করেন ৬১ রান। রাথ...