১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ও হল সংসদ নির্বাচনের পাশাপাশি হোস্টেল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। হোস্টেল সংসদ নির্বাচনের অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। সোমবার বিকাল ৬টার দিকে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোট ১৪টি হলের পাশাপাশি ১টি হোস্টেল রয়েছে। যা শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল নামে পরিচিত।শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল চবির মূল ক্যাম্পাস থেকে ২২ কিলোমিটার দূরে নগরীর মেহেদীবাগে অবস্থিত। যা চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল। চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, "চাকসু নির্বাচনে ১৪টি হল সংসদের পাশাপাশি হোস্টেল সংসদেরও...