মালয়েশিয়ার পেনাং, কেদাহ ও পেরাক প্রদেশসহ আশপাশের এলাকার প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কেদাহ প্রদেশের কুলিমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হাই কমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার প্রবাসীদের হাতে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) তুলে দেন এবং বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নির্বাচন কমিশনের প্রতিজ্ঞার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “প্রবাসীরা যেন এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে নির্বাচন কমিশন।” তিনি আরও জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগেই নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। একটি নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর এবং কোনো প্রভাবের কাছে তারা নতি স্বীকার করবে না...