১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, গাজায় যুদ্ধবিরতি ও অন্যান্য সব বিষয়ে নিয়ে চলমান আলোচনাকে ভেস্তে দিতেই গত সপ্তাহে ইসরাইল দোহায় হামলা চালায়। কাতারে ইসরাইলের হামলার প্রতিবাদে যৌথ প্রতিক্রিয়া তৈরির বিষয়টি আলোচনা করতে আরব ও মুসলিম নেতারা সোমবার জরুরি বৈঠক করেছেন। সেখানে এ মন্তব্য করে কাতারের আমির বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পুরো ‘আরব অঞ্চলকে’ ইসরাইলি প্রভাবের আওতায় আনার স্বপ্ন দেখছেন, যা অত্যন্ত বিপজ্জনক একটি ভ্রম। তার মতে, যারা আলোচনার টেবিলে বসা পক্ষকেই পদ্ধতিগতভাবে হত্যা করার চেষ্টা চালায়, তাদের উদ্দেশ্য স্পষ্ট- তারা আলোচনাকে ব্যর্থ করতে চায়। তাদের কাছে আলোচনা কেবল যুদ্ধেরই অংশ। ইসরাইলের ওপর চাপ বাড়ানোর জন্য কাতারের আহ্বানে আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার...