ক্যালিফোর্নিয়ার এক স্কুলের এক সহযোগী বা এইড এক কিশোর ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কের দায় স্বীকার করেছেন। এর ফলে তিনি সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। সান ডিয়েগো এলাকার একটি হাই স্কুলে কাজ করার সময় ওই ছাত্রের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাকে যৌনসঙ্গী করেন। ওই সহযোগী বা শিক্ষিকা ৩২ বছরের লিসেট ওর্তেগা ভেলেস। তিনি বৃহস্পতিবার আদালতে স্বীকার করেন, মার ভিস্তা হাই স্কুলের ১৭ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে অবৈধ মাত্রাহীন যৌন সম্পকে জড়িত ছিলেন। অ্যাটর্নি কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে এনবিসি ৭ সান দিয়েগো। সান ডিয়েগো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, অভিযোগ ওঠে শিক্ষার্থীর এক সহায়ক বা এইড এক অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িত। এরপর ১৯ মে ইম্পেরিয়াল বিচ ক্যাম্পাসে পুলিশকে ডাকা হয়। তদন্তে উঠে আসে যে, ভেলেসের...