টি-টোয়েন্টির মারকাটারি সংস্করণে গত সাম্প্রতিক সময়টা বেশ ভালো কাটছে আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের। গত বছর টি-টোয়ন্টিতে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ক্রিকেটারদের মধ্যে ছিলেন তিনি। আজ ওমানের বিপক্ষেও খেললেন দুর্দান্ত একটি ইনিংস। সেই ইনিংস দিয়ে নাম লেখালেন নতুন এক রেকর্ডে। ওমানের বিপক্ষে ৬৯ রানের ইনিংস দিয়ে ইংলিশ ব্যাটার জস বাটলারকে ছাড়িয়ে এখন সবার ওপরে ওয়াসিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বলের হিসাবে দ্রুততম তিন হাজার রানের রেকর্ড এখন সংযুক্ত আরব আমিরাত অধিনায়কের। সোমবার (১৫ সেপ্টেম্বর) ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল আরব আমিরাত। দুর্দান্ত এই মাইলফলকটি ছুঁতে এ ম্যাচে ওয়াসিমের প্রয়োজন ছিল ৫৯ রান। ১৭তম ওভারে শাহ ফয়সালের বলে দুই রান নিয়ে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান ৩১ বছর বয়সী ওপেনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন হাজার রান পূর্ণ করলেন ১ হাজার ৯৪৭ বলে। যা তাকে নিয়ে...