সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি ‘সুপরিকল্পিত মাস্টারপ্ল্যানের অংশ’ বলে মনে করেন রুহুল কবির রিজভী। সোমবার বিকালে এক অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এমন মন্তব্য করেন। কোনো দলের নাম না নিয়ে তিনি বলেন, একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে ভোট না হলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে। ‘‘আজকে এই বিষয়কে তো প্রমিনেন্টলি নিয়ে আসা, এত সামনে নিয়ে আসা আমি মনে করি, এটা সুপরিকল্পিত মাস্টারপ্ল্যানের অংশ। এটা কারও জন্যই কোনো মঙ্গল বয়ে নিয়ে আসবে না।” রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় ক্যান্সার আক্রান্ত এনামুল হাসান ফারুকীর সঙ্গে এদিন দেখা করেন রিজভীর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল। তারা এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ ফারুকীর হাতে তুলে দেন। সেখানে রিজভী কোনো দলের নাম না নিয়ে বলেন, ‘‘আপনাদের...