নেপালের সাম্প্রতিক অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারে তিনজন নতুন মন্ত্রী নিয়োগ পেয়েছেন। নতুন মন্ত্রীরা হলেন কুলমান ঘিসিং, রামেশ্বর খানাল ও ওম প্রকাশ আরইয়াল। কুলমান ঘিসিং জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত হয়েছেন, রামেশ্বর খানালকে দায়িত্ব দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের, এবং ওম প্রকাশ আরইয়াল এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা করবেন। সোমবার নেপালের সাবেক প্রধান বিচারপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ করান। গত সপ্তাহে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের (জেন জি) নজিরবিহীন আন্দোলনের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির নেতৃত্বাধীন সরকার পতিত হয়। এই আন্দোলনে ৭২ জন নিহত ও কয়েক শতাধিক আহত হন। এরপর ১২ সেপ্টেম্বর দেশের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন সুশীলা কার্কি। ২০১৬-২০১৭ সালে নেপালের প্রধান বিচারপতি ছিলেন সুশীলা কার্কি। অবসর নেওয়ার পর তিনি দুর্নীতির বিরুদ্ধে...