১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ পিএম আলিশান শ্যারাফুকে নিয়ে উদ্বোধনী জুটিতেই বড় সংগ্রহের ভিত গড়ে দিলেন মুহাম্মাদ ওয়াসিম। ব্যাট হাতে সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক গড়লেন দারুণ এক রেকর্ড। পরে জুনাইদ সিদ্দিকের দারুণ বোলিংয়ে ওমানকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের ১৭তম আসরে প্রথম জয়ের স্বাদ পেল স্বাগতিকরা। আবু ধাবির আবু জায়েদ স্টেডিয়ামে সোমবার ওমানকে ৪২ রানে হারিয়েছে আমিরাত। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রানের সংগ্রহ গড়ে তারা ১৮.৪ ওভারে ওমানকে গুটিয়ে দেয় ১৩০ রানে। ৫৪ বলে ৬৯ রানের ইনিংসের পথে বলের হিসাবে দ্রুততম তিন হাজার রানের রেকর্ড গড়েছেন ওয়াসিম। তিন হাজার রান পূর্ণ করতে ৩১ বছর বয়সী ওপেনারের লাগল ১ হাজার ৯৪৭ বল। রেকর্ডটি এতদিন ছিল ইংলিশ তারকা জস বাটলারের। তার লেগেছিল ২ হাজার...