১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম পটুয়াখালী জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সাথে জেলার রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিনের সঞ্চালনায় সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. শাহ আলম শিকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ সালাহউদ্দিন, জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ মাওলানা আবু সাইদ, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা বাস মালিক সমিতির সভাপতি বশির আহম্মেদ মৃধা ও সাধারণ সম্পাদক খন্দকার...