অভিন্ন দাবিতে যুগপৎ তিন দিনের আন্দোলন কর্মসূচির ঘোষণা দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন ৫ দফা এবং খেলাফত মজলিস ৬ দফা দাবি জানিয়ে এ কর্মসূচি ঘোষণা করে। তবে তিন দলই অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই: জামায়াতের তাহের ইসলামী দলগুলোর এক বাক্সে যাওয়া কাছাকাছি: চরমোনাইয়ের পীর দেশের ৯০ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে: খেলাফতের মহাসচিব আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশে জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল করবে তিন দল। সোমবার,(১৫ সেপ্টেম্বর ২০২৫) পৃথক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন সংশ্লিষ্ট দলের নেতারা। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের ৫ দফা দাবি হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন; সংসদের উভয়কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব...